Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Jun 28, 2014 in কৌতুক | Comments

বেলুনের উপরে ও নিচে দুই ভদ্রলোক

বেলুনের উপরে ও নিচে দুই ভদ্রলোক

ballons4

এক লোক একবার বেলুনে কইরা ভ্রমণ করতেছিল। একসময় সে টের পাইল, সে আসলে হারাইয়া গেছে। তখন বেলুন নিচে নামাইয়া এক লোকরে টার্গেট করল ভদ্রলোকটা।

বেলুনরে যত নিচে নামানো যায় নামাইয়া চিৎকার কইরা জানতে চাইল, এক্সিকিউজ মি, এই যে ভাই শোনেন,  আমারে একটু বলবেন, আমি এখন কোথায়?

নিচের লোক উত্তর দিল, আপনি একটা বেলুনের মধ্যে, এখন আমি যেইখানে সেখান থেকে তিরিশ ফুট উপরে ভাসতেছেন।

বেলুনের ভদ্রলোকটা তখন বলল, আপনি নিশ্চয়ই একজন ইঞ্জিনিয়ার।

নিচের লোক বলল, তা তো ঠিক, কিন্তু আপনি জানলেন কীভাবে?

বেলুনের লোক তখন বলল, আপনি আমারে যা বললেন টেকনিক্যালি সেইটা একশ শ ভাগ ঠিক। কিন্তু সেই তথ্য আমার কোনো কাজে আসতেছে না। এই থেকে বুঝলাম আপনি একজন ইঞ্জিনিয়ার।

Like সাহিত্য ডটকম on Facebook

নিচের লোক হাসল। বলল, আপনি তাইলে নিশ্চয়ই ম্যানেজমেন্টে আছেন।

বেলুনের লোক: হ্যাঁ, কিন্তু আপনি কীভাবে জানলেন?

নিচের লোক: এই যে আপনি জানেন না আপনি কোথায় আছেন এবং কোথায় আপনি যাইতেছেন। অথচ আপনি আশা করতেছেন আমি আপনারে সাহায্য করতে পারব। আমাদের দেখা হওয়ার আগে আপনি যেইখানে ছিলেন এখনও সেই খানেই আছেন। কিন্তু এখন দেখাইতে পারতেছেন দোষটা আমার।