Category

এক অধ্যায়

Category

‘উত্তম ও মানসীর রহস্যময় প্রেম’ উপন্যাস থেকে প্রথম অধ্যায়

ঘটনার শুরু খুবই সাধারণভাবে। অবশ্য গুরুতর ঘটনাগুলার শুরুটা এ রকম স্বাভাবিকভাবেই হয়। সেইদিন একটা দাওয়াত পাইলাম পুরান ঢাকায়। আমাদেরই কোনো এক বন্ধুকে দাওয়াত করছে তারই কোনো এক বন্ধু। এই রকম নিজে চিনি না, কোনো বন্ধুর বন্ধুর দাওয়াতে খুব বেশি হলে দুইজন যাওয়া যায়। কিন্তু দাওয়াত পাইলাম আমরা চারজন। তাই আমি একটু ইতস্তত করলাম—যাওয়া ঠিক হবে কিনা!

যেই বন্ধু সরাসরি দাওয়াতপ্রাপ্ত, মানে যার বন্ধুর অনুষ্ঠান, তার নাম সাদমান। সাদমানের সাথে আমার বেশ খাতির। প্রেমট্রেম পুরাপুরি হয় নাই, তবে হবার বেশ সম্ভাবনা আছে। সে আমাদের চারজনকে বলল, এটা ওর বন্ধুর গার্লফ্রেন্ডের জন্মদিনের দাওয়াত। একশজন মুফতে গেলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু যে ওই দাওয়াতে যাবে না তার জীবনে একটা বড়সড় ঘটনা মিস হয়ে যাবে।

আজ রাতেই তাকে পেতে হবে, এই থার্টিফার্স্ট নাইটেই, কেননা এইসব রাতেই সহজ-লভ্যদের আরও সহজে পাওয়া যায়, বেশি সম্ভাবনা এসব রাত।